আব্দুস সামাদ বাচ্চু আশাশুনি প্রতিনিধিঃ
আশাশুনিতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য মাস্ক বিতরণ করলেন আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার। বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে তিনি এ কার্যক্রম পরিচালনা করেন।এসময় তিনি বলেন করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে দেশে মহামারী আকার ধারণ করেছে। আমাদের সকলকে নিজ নিজ দায়িত্বে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।আপনি বাঁচুন,আপনার পরিবারকে বাঁচান দেশকে বাঁচান। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারি মোক্তারুজ্জামান স্বপনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীবৃন্দ।