বুধহাটা প্রতিনিধি ঃ দেশব্যাপী লকডাউনের সাথে তাল মিলিয়ে করােনা ভাইরাসের ২য় ঢেউ প্রতিরােধে আশাশুনি উপজেলার বৃহত্তর মাছের সেট মহেশ্বরকাটি (পূর্ব পাশ) মৎস্য সেট আড়ৎদার সমিতির পক্ষ থেকে ব্যাপক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সােমবার সকাল থেকে সেট চলাকালীন পর্যন্ত কার্যক্রম পরিচালনা করা হয়।
আড়ৎদার সমিতির সভাপতি আঃ সালাম, সাধারণ সম্পাদক আঃ গফফারের নেতৃত্বে সমিতির সদস্যরা সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে চলা, নিত্য প্রয়ােজনীয় নয় এমন দােকান পাট বন্ধ রাখা, মাস্ক ব্যবহার করা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বিভিন্ন সচেতনতামূলক কাজ চলমান রেখেছেন। সাথে সাথে কেউ অমান্য করছে কিনা সে ব্যাপারে নজরদারী করা হয়। সমিতির পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এসময় হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন সভাপতি মিলন দাস, সাধারণ সম্পাদক বদিয়ার রহমান এবং উভয় সংগঠনের অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলন।
