আব্দুস সামাদ বাচ্চু,আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব যক্ষ্মা দিবস ২০২১” পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার এর নেতৃত্বে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।র্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতালে এসে মিলিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য শিক্ষা কর্ণারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “মুজিব বর্ষের অংগীকার যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়ার” প্রতিপাদ্য বিষয়ের উপর ডাঃ সুদেষ্ণা সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ মিঠুন বিশ্বাস, ডাঃ মোঃ শহীদুল্লাহ্, ডাঃ ফারহানা সুলতানা,সিনিয়র স্টাফ নার্স কল্পনা রাণী মন্ডল সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও
জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সহযোগী সংস্থা সমূহ এর আয়োজনে দিবসটি উদযাপন করা হয়েছে।
