পনির/শেরপুর সদর প্রতিনিধি:
৩ মার্চ রোজ বুধবার রাত ৯ টায় শেরপুর চেম্বার অব কমার্সের কনফারেন্স হল রুমে
ঐতিহাসিক ৭ই মার্চ কে সফল করার লক্ষ্যে শেরপুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায়
শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,শেরপুর শহর আঃলীগের সাধারণ সম্পাদক ও জেলা মানবিক সোসাইটির সভাপতি বাবু প্রকাশ দত্ত, সুজন মাস্টার, টিটু মিয়া,মনিরুজ্জামান ময়না লিচু,আঃকুদ্দস বাচ্চু মাস্টার,ওয়াজকুরুনি,দেলুয়ার হোসেন দেলু,আঃমালেক আকন্দ,আলামিন বাদশা,হযরত আলী,মুসা মিয়া,ডালিম মিয়া,হাসেম মিয়া,কালু গাজী সহ ৯টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদক মন্ডলী এবং আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে সেই আলোচনা ৭ই মার্চ কে কিভাবে সাফল্য মন্ডীত করা যায় সেই দিক প্রাধান্য দিয়ে দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।