এম এইচ লিপু মজুমদার ধর্মপাশা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ গণমিলনায়তনে আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলা কৃষি সম্প্রনারণ অধিদপ্তরের উদ্যোগে ফসল উৎপাদনে আধুনিক কলাকৌশল এবং কৃষি উপকরণের ব্যবহার, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক একদিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণে ৩০জন কৃষক অংশ নেয়। প্রশিক্ষক ছিলেন কৃষি সম্পসারণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক দিলীপ কুমার অধিকারী,সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো.ফরিদুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা মো.নাজমুল ইসলাম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম।#