চাটমোহর, (পাবনা)প্রতিনিধি:
পাবনার চাটমোহর উপজেলা আ’লীগের কার্যকরী সদস্য ও ফৈলজানা ইউনিয়ন আ’লীগের সভাপতি এবং সাবেক তিন বার সফল নির্বাচিত চেয়ারম্যান বর্ষীয়ান নেতা আলহাজ্ব মো: আজাদ হোসেন (৭২) তিনি গত ৪ঠা মার্চ দুপর ১ ঘটিকায় ব্রেইন স্ট্রোক করেন ।
প্রথমে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকাস্থ নিউরো সাইন্স হাসপাতালে মস্তিষ্কের অপারেশনের পরে স্কয়ার হাসপাটালে আই সি ইউ তে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়।
আজ ১০ মার্চ বুধবার সকাল ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্হায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া………… রাজিউন। মূত্যু কালে তিনি স্ত্রী, ৪ মেয়ে, ১ ছেলে, বোন-আত্নীয় স্বজন সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি ১৯৮৫ সাল থেকে ফৈলজানা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ও সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
তিনি ৩ মেয়াদে ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
”চাটমোহর ,রিপোর্টার্স ইউনিটি ,অনলাইন প্রেস ক্লাব ,মফস্বল সাংবাদিক ফোরাম থেকে মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন এবং পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহু তায়ালার নিকট তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি।
আল্লাহপাক তাঁকে বেহেসতে নসিব করুন।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল ১১ মার্চ সকাল ৯ ঘটিকার সময় নেংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।