আরিফুল ইসলাম ঝিনাইগাতী শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ বৃহস্পতিবার সকালে গণহত্যা দিবস শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে বিকেলে উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের নেতৃত্বে ঝিনাইগাতী উপজেলার বদ্ধভূমিগুলোতে মোমবাতি প্রজলন ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুরুজ্জামান আকন্দ, ডিপুটি কমান্ডার সামছুল আলমসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।