নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামের ফোরকান মিয়ার স্ত্রী খোশ পেয়ারা বেগম(৪০) নামের গৃহবধূর অগ্নিদগ্ধ হওয়ার ১০ দিন পর মৃত্যুর হয়েছে।
পারিবারিকভাবে জানা যায়, ৪ই ফেব্রয়ারি বৃহষ্পতিবার দুপুরে পেয়ারা বেগম নিজ বাড়িতে অসংলগ্নভাবে রান্না করতে গিয়ে কাপড়ে আগুন লেগে গুরুতর আহত হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হলেও গত শনিবার(১৩ ফেব্রুয়ারী) রাতে তার মৃত্যু হয়। পেয়ারা বেগমের মৃত্যুর খবর নিশ্চিত করে তার স্বামী ফোরকান মিয়া জানায়, গ্যাসের চুলায় রান্না করতে গিয়ে পেয়ারা বেগম অগ্নিদগ্ধ হয় এবং ঢাকা মেডিকেলে ভর্তি করানো হলেও একসপ্তাহ পর শনিবার রাতে সে মারা যায়।
