শুভ চক্রবর্তী, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসন উদ্যোগে সোমবার(২২মার্চ) সকালে উপজেলা সদরে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা মূলক কার্যক্রম, মাস্ক বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালিত হয়।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিকের তত্ত্বাবধানে সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসানের নেতৃত্বে একদল আইনশৃঙ্খলা বাহিনী নবীনগর সদরের গুরুত্বপূর্ণ স্থান পরিভ্রমণ করে পথচারী ও স্থানীয় লোকজনের কে স্বাস্থ্য বিধি মেনে চলতে সতর্ক করেন এবং তাদের মাঝে মাস্ক বিতরণ করেন।
এ সময় স্বাস্থ্য বিধি অমান্যের অভিযোগে ২০ জনকে ১৫০০ টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়।
এছাড়াও আসন্ন রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনসাধারণ নাগালের রাখতে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কয়েকজনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক অর্থ দণ্ড প্রদান করা হয়।