কেএম সুজন,স্টাফ রিপোর্টার(টাংগাইল):
টাঙ্গাইলের নাগরপুরে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের হামলায় নারীসহ ২ জন আহত হয়েছেন।হামলার ঘটনায় গুরুতর আহত
উপজেলার পাকুটিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মোঃ আলিম হোসেন এর স্ত্রী ফিরোজা বেগম (৩৫) পার্শ্ববর্তী মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভূক্তভূগী আলীম জানান,দীর্ঘদিন যাবৎ আমার বাড়ির সীমানা নিয়ে বিবাদীদের সাথে দ্বন্দ চলছে।
আমি গত বুধবার সকালে আমার বাড়ির সামনের জমি থেকে মাটি কেটে নিয়ে আমার দখলীয় জমিতে ফেলছিলাম। এসময় পূর্ব বিরোধের জেরে আমার পাশের বাড়ির মোঃ কালাম,মোঃ জহু,মোঃ সোনা মিয়া, ও মোঃ নবু আমাকে বাধা দেয় এতে তাদের সাথে কথা কাটাকাটি হয় এবং তারা আমাকে গালিগালাজ করে এবং এক পর্যায় তারা আমাকে মারধর শুরু করে।এসময় আমার ডাক চিৎকারে আমার স্ত্রী আমাকে রক্ষা করতে আসলে তারা আমার স্ত্রী কে মারধর করে। আমাদের উভয়ের চিৎকারে প্রতিবেশীরা এসে তাদের হাত থেকে আমাদের উদ্ধার করে,এবং হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে আলীম বাদী হয়ে নাগরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে নাগরপুর থানার এসআই আরফান বলেন,জমি সংক্রান্ত বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।