রাশিদুল ইসলাম,নাটোর প্রতিনিধিঃ
নাটোরে আজকে একদিনে ১৯ জনের দেহ করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এ বছরের রেকর্ড অনুযায়ী আজই নাটোরে সর্বোচ্চ করোনা শনাক্ত হলো।
জেলা সিভিল সার্জন অফিস থেকে শনাক্তের হার নিশ্চিত করা হয়েছে। সিভিল সার্জন অফিস থেকে দেয়া তথ্যানুযায়ী এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১,৩৪৮ জন। আর মোট মৃতের সংখ্যা ১৫ জন।
এছাড়া এ পর্যন্ত মোট সুস্থ্য হয়ে ফিরেছেন, ১,০৯৬ জন। হোম কোয়ারেন্টাইনে থাকা মোট রোগীর সংখ্যা ২২৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য বা কোয়ারেন্টাই সম্পন্ন হওয়া ব্যাক্তির সংখ্যা ১১,৯৫০ জন।
নাটোরে করোনা আই সোলেশন সুবিধা সম্পন্ন হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রের সংখ্যা মোট সাতটি। তবে বর্তমানে সেখানে কোনো রোগী নেই।