রাশিদুল ইসলাম (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরে দুজন নাইট গার্ডকে বেধে রেখে কুদ্দুস অটোজ নামে একটি দোকানে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
দোকান মালিক ও পুলিশ সুত্রে জানা গেছে-,গতকাল বুধবার (১০ মার্চ) রাতে চক বৈদ্যনাথ গুড় পট্টি এলাকায় দুইজন নাইট গার্ডকে অস্ত্রের মুখে জিম্মি করে মুখ ও হাতপা বেধে ফেলে। এরপর কুদ্দুস অটোজ দোকানের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পথে নাটোর রাজশাহী মহাসড়কের চাদপুর এলাকায় নাইট গার্ড দুজনকে হাত মুখ বাধা অবস্থায় ফেলে রেখে যায়।
কুদ্দুস অটোজের মালিক আব্দুল কুদ্দুস জানানা, ৬০টি অটোর ব্যাটারি ,খুচরা যন্ত্রাংশ এবং নগদ টাকা সহ প্রায় ১০লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে নাটোর থানার সদর ওসি (তদন্ত) আব্দুল মতিন বলেন, ডাকাতির ঘটনায় নাইট গার্ড দুজনেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডাকাতির রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।