এস ইসলাম, স্টাফ রিপোর্টার:
নাটোরে বাগাতিপাড়ার জামনগরে নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধ বিষয়ক বিট পুলিশিং সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১০জানুয়ারী রবিবার বিকালে উপজেলার জামনগর স্কুলমোড়ে বাগাতিপাড়া মডেল থানা মতবিনিময় সভার আয়োজন করেন।
বিট অফিসার এস আই তারিক বিন খালিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহসিন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হক,জামনগর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আইয়ুব আলী , এ এস আই শহিদুল ইসলাম, ইউপি সদস্য আত্তাব আলী ও জিয়াউর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগাতিপাড়া সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মুনজুরুল ইসলাম লিটন, শিক্ষক হারুন অর রশিদ, এম এম মিঠু প্রমূখ। এছাড়া এলাকার নেতৃস্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
বক্তারা নারী ধর্ষণ, নির্যাতন ও মাদক প্রতিরোধ বিষয়ক বিভিন্ন দিক আলোকপাত করেন।