রাশিদুল ইসলাম,নাটোর প্রতিনিধিঃ
নাটোরে আবারো করোনা আক্রান্ত হয়ে আব্দুল আজিজ নামে এক ভূমি কর্মকর্তার মৃত্যু হয়েছে।
নিহত আব্দুল আজিজ নলডাঙ্গা উপজেলা ভূমি অফিসের নাজির হিসেবে কর্মরত ছিলেন।
আজ বৃহস্পতিবার(১ এপ্রিল) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু
হয়।
এ মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। এক শোক বার্তায় তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এ নিয়ে গত এক সপ্তাহে নাটোরে অধ্যক্ষ, ব্যাংক কর্মকর্তাসহ তিনজনের মৃত্যু হল।
নাটোর জেলা কালেক্টরেট কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রথিন চন্দ্র মন্ডল জানান, গত ২১ মার্চ নলডাঙ্গা ভূমি অফিসের নাজির আব্দুল আজিজের করোনা সনাক্ত হয়। এরপর তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে
সঅবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই আজ বিকেলে তার মৃত্যু হয়।