ফরিদুল ইসলাম নয়ন,নারায়ণগঞ্জ সদর প্রতিনিধিব হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মামুনুল হককে নিয়ে সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে নাটকীয় পরিস্থিতি তৈরি হওয়ার ঘটনার পর এবার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টিএম মোশাররফ হোসেনকে বদলি করা হয়েছে৷
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান ৬ই এপ্রিল (মঙ্গলবার) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। তবে, তারই এই বদলীকে ‘রুটিন মোতাবেক’ বলে দাবী করছেন তিনি।
তিনি বলেন, কোন রকমের কারণে নয়, রুটিন মোতাবেক তাকে গত ৫ই এপ্রিল রাতে খুলনা পুলিশ রেঞ্জে বদলি করা হয়েছে।
গত ৩ই এপ্রিল রাতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সচিব মামুনুল হক সোনারগাঁয়ের রয়েল রিসোর্ট নামের একটি হোটেলে এক নারীসহ অবরুদ্ধ হওয়ার নাটকতার পর ব্যাপক ভাঙচুর করেন সোনারগাঁও এর সাধারন জনগন। এ ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করে রাতেই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ রনির ব্যবসাপ্রতিষ্ঠান, বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালান সোনারগাঁওয়ের সাধারন জনগন।
ওই সময় ঘটনা স্থলে গিয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সচিব মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টিএম মোশাররফ হোসেন।
এদিকে, ওই রাতেই সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়৷