শেখ মো.সোহেল রানা মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ভাঙচুর ও সংবাদকর্মীদের ওপর হেফাজতের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা।আজ শুক্রবার বেলা ১২ টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, হেফাজতের নেতাকর্মীরা দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছে। পেশাগত দায়িত্বপালনকালে সংবাদকর্মীদের ওপর হামলা করেছে হেফাজতের নেতাকর্মীরা। ভাঙচুর করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব। এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে। এসময় হেফাজতে ইসলামের সাংগঠনিক সংবাদ বর্জনের ডাকে সাড়া দেওয়ার আহবান জানান অংশগ্রহণকারীরা।
মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাবেক সভাপতি রাসেল মাহমুদ সহ প্রমুখ।