গোলাম মোস্তফা ফুলপুর প্রতিনিধিঃ
ফুলপুর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের সলঙ্গা গ্রামে শারদাঞ্জলি ফোরাম ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ১৫তম গীতা নিকেতনের শুভ উদ্ভোধন করা হয়েছে এসময় ৪৫ জন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পবিত্র গীতা,খাতা,কলম,প্লাস্টিকে পাটি সহ শিক্ষা উপকরণ বিতরণ করেছেন শারদাঞ্জলি গীতা নিকেতন।
উক্ত অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে শুভ সুচনা করা হয়।শ্রী মনিন্দ্র দাশ বাবুর সভাপতিত্বে, আলোচনা সভায় বক্তব্য রাখেন শারদান্জলী ফোরাম ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক বাবুু দুলাল ঘোষ,কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সম্পাদক শ্রী মানিক ঘোষ,সঞ্চালনা করেন শ্রী জীবন কৃষ্ণ সুত্র ধর।
আরো উপস্থিত ছিলেন জেলা বৈদিক শিক্ষা কমিটির সভাপতি শ্রী উজ্জ্বল সরকার,সাধারণ সম্পাদক শ্রী বিনায়ক দত্ত, সারথি শ্রী বিজয় দাশ,শ্রী রাজন মুুজুমদার মিটুন ক্ষত্রিয়,যতন দেবনাথ,যুনোরন্জন দাশ,শ্রী মাসুদ হরিজন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত নিকেতনের.আর্থিক অনুদান দিয়ে গীতা শিক্ষায় কোমলমতি শিক্ষার্থীদের আলোকিত করার লক্ষ্যে বিশেষ অবদান রাখেন যুক্ত রাষ্ট্র প্রবাসী শ্রী সন্জিত সরকার দর্পণ।