মোঃ রাশেদুল ইসলাম. মিঠাপুকুর(রংপুর)প্রতিনিধি:
স্বাধীনতার ৫০বছর পুর্তি ও কোনাবাড়ি আঞ্চলিক অফিস এর শুভ উদ্বোধন উপলক্ষে। আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বয়লার ওয়েলফেয়ার সোসাইটি অফ বাংলাদেশ একটি অরাজনৈতিক ও মানবিক সংগঠন।যার, রেজিঃ নং এস-১৩২৯৪। উক্ত অনুষ্ঠানে বয়লার ওয়েলফেয়ার সোসাইটি অফ বাংলাদেশ রেজিঃ নং এস-১৩২৯৪এর উদ্যোগে, বয়লার এর সাথে সম্পৃক্ত সকল সদস্য ও তাদের পরিবারের অসুস্থ সদস্য গণের সুস্থতা ও সার্বিক কল্যাণ কামনায় মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত, অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের দুই জন স্টাফ সম্মানিত ব্যক্তি উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সদস্য, আঞ্চলিক কমিটির সদস্য, এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ও নেত্রীবৃন্দ। এসময় বক্তব্য রাখেন,অত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ইমন হাসান। তিনি বলেন,দলমত ভেদাভেদ নেই,আমরা সকল বয়লারে কর্মরত বয়লার কর্মী বা বয়লার পরিচারক এটাই আমাদের একমাত্র পরিচয়।তাই আসুন,আমরা বয়লার ওয়েলফেয়ার সোসাইটি অফ বাংলাদেশ এর সদস্য হয়ে একে অপরের বিপদে পাশে থাকি। এছাড়া তিনি,অত্র সংগঠনের প্রতিবন্ধী বয়লার পরিচারক এবং সহ- সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি বয়লার ওয়েলফেয়ার সোসাইটি অফ বাংলাদেশ এর মোঃ মাসুদ রানা রানার মেয়ে সাদিয়া পারভীন মুক্তা বিরল রোগে আক্রান্ত এর চিকিৎসা সহায়তা দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট দাবী জানান।
এছাড়া,একইদিনে বয়লার পরিচারক ও ইন্ড্রাস্ট্রীয়াল মেইনটেন্স কর্মীদের প্রতিষ্ঠান।অগ্রযাত্রা কর্মজীবী সমবায় সমিতি রেজিঃ নং-০০০৩২ এর উদ্যোগে দুঃস্থ বয়লার পরিচারক ও মেইনটেন্স কর্মী বা এবং তাদের পরিবারের সদস্যদের কল্যাণে পালের মাঠ, চৌরাস্তা গাজীপুরে এক মতবিনিময় এর আয়োজন করেন। উক্ত, অনুষ্ঠানে, অত্র সমিতির পক্ষ হতে মোঃ মাসুদ রানা বয়লার ওয়েলফেয়ার সোসাইটি অফ বাংলাদেশ এর সহ-সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির এর মেয়ের দুরারোগ্য ব্যাধি (Hematohydrosis) রোগে আক্রান্ত অসুস্থ সন্তানের সুস্থতা কামনা ও তাদের পরিবারের সদস্যদের জন্য দোয়া ও সার্বিক কল্যাণ কামনা করা হয়।