বাবা
লেখক – মাহমুদুল হাসান মারুফ
বাবা মানে সুখের চাঁদর বাবা মানে ছায়া।
বাবা মানে যত আশা, বাবা মানে মায়া।
বাবা মানে চাওয়া পাওয়া, বাবা মানে পূর্ণ
বাবা মানে কাছে থাকলে সুখের পরশ দূরে গেলে শূন্য।
বাবা মানে আবদার করা বাবা মানে পাওয়া
বাবা মানে সন্তানদের কাছে কিছু সুখ, বুঝে নেওয়া।
বাবা মানে সহ্য করা বাবা মানে হাসি
বাবা মানে সন্তাদের ভীষণ ভালো বাসি।
বাবা মানে ধমক দেওয়া, বাবা মানে শ্বাসন,
বাবা মানে সুখ, দুঃখ গুলো, সবার সাথে বুঝন
বাবার কাছে কান্না করা বাবার কাছে হাসি
বাবার কাছে জড়িয়ে ধরা তোমায় ভালোবাসি।
বাবা মানে দোয়া করা, বাবা মানে সুখ চাওয়া,
বাবা মানে সন্তাদের সুখ দুঃখে পাশে পাওয়া।
বাবা মানে পূর্ণ হওয়া বাবা মানে খুশি,
বাবা মানে পুরো জগৎ জুড়ে তোমাই ভালোবাসি।
বাবা মানে চোখের পানি বাবা মানে খোঁজা,
বাবা মানে সন্তাদের উচিত, বাবার দুঃখ বোঝা।
বাবা মানে স্বপ্ন দেখা, বাবা মানে চেষ্টা করা
বাবা মানে সবার চাইতে আলাদা ভাবে মানুষ করা।
বাবা মানে খেয়াল রাখা বাবা মানে বোঝা
বাবা মানে সন্তানদের সময়মতো খোঁজা।
বাবা নিয়ে লিখলে ভবে হবে না গো শেষ,
বাবার দুনিয়াতে তার গুণ,সবচেয়ে বিশেষ।