গোলাম মোস্তফা ফুলপুর প্রতিনিধি:
ফুলপুর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রচার প্রচারনায় ও দলীয় মনোনয়ন প্রাপ্তিতে অনেকটাই এগিয়ে আছেন ৬ নং ওয়ার্ডের দুই দুইবারের সাবেক নির্বাচিত প্রতিনিধি প্যানেল চেয়ারম্যান বিএনপি দলীয় প্রার্থী বোরহান উদ্দিন তালুকদার।
সৎ,নিষ্টাবান,শিক্ষিত,পরিবার ও সমাজের বয়োজ্যেষ্ঠদের প্রতি সদা শ্রদ্ধাশীল,ন্যায় পরায়ন,উদিয়মান,তরুন সমাজের অহংকার একনিষ্ঠ সমাজ সেবক হিসেবে উদার মনমানসিকতা নিয়ে তিনি সামনের দিকে অগ্রসর হতে চান।
কথায় নয় কাজের মাধ্যমে তিনি প্রমান করতে চান সমাজ সেবামুলক কাজ করে।একজন পুরুষ মিলেমিশে যেমন হাল ধরে সংসারের ঠিক তেমনিভাবে তিনি সমাজের অসহায় লোকজনদের নিয়ে সেইভাবে পাশে থাকতে চান তিনি।
৯ নং বালিয়ায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে আছেন আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী,শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেওয়া সাবেক চেয়ারম্যান মোতালেব দেওয়ান,এবং গত নির্বাচনে নৌকার প্রতীকে নির্বাচন করেও বিএনপি প্রার্থীর কাছে ধরাশায়ী এডভোকেট মিজানুর রহমান তালুকদার,আওয়ামীলীগ দলীয় মনোনয়নে তিনি এবারও আছেন শক্ত অবস্থানে,
অন্যদিকে বিএনপি দলীয় বর্তমান চেয়ারম্যান আজহারুল মুজাহিদ সরকারের পাশাপাশি আছেন ভোটের মাঠ উল্ট পালট করে দেওয়ার মত তরুণ প্রার্থী নুরুল্লা খান পাঠান হাফিজ্জি ও প্রচার-প্রচারণা আর জনমতে এগিয়ে থাকা বোরহান উদ্দিন তালুকদারকে নিয়ে বিএনপির ৩ জন স্বতন্ত্র প্রার্থী সোহেল আকন্দ সহ দোয়া চেয়ে যাচ্ছেন মোট ৬ প্রার্থী।তার মধ্যে বিএনপিদলীয় ৩ প্রার্থীদের মধ্যে ভোটারদের গ্রহনযোগ্যতায় সবদিক দিয়ে এগিয়ে রয়েছেন বোরহান তালুকদার তার আচার আচরনে ব্যবহারে বংশের পরিচয়ে শিক্ষায় সততায় ও সাংগঠনিক দক্ষতায় যে দিকেই চিন্তা করা যায় সবগুণাবলীই রয়েছে তার।
এবার তার নিজ ওয়ার্ডে ৬ নং এর সর্বসাধারণ জানান মনের মত প্রার্থী পেয়ে খুশি তারা এবং তাদের প্রিয় বোরহান তালুকদার চেয়ারম্যান প্রার্থী হিসেবেও আশার আলো দেখবেন বলে দৃঢ় আশাবাদী।চোখ ধাঁধানো ডিজিটাল প্রচারণা, ইউনিয়ন জুড়ে আনাচে-কানাচে পোস্টার-বিলবোর্ডের ব্যাপক প্রচারণার পাশাপাশি ইউনিয়নের দল-মত নির্বিশেষে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সবার সাথে কূশল ও শুভেচ্ছা বিনিময় করে দোয়া ও সমর্থন চেয়ে যাচ্ছেন তিনি।
বিএনপি দলীয় হাইকমান্ডের এক বিশ্বস্ত সূত্র থেকে জানা যায় তাদের সুনজর আছে তিনি আগামী নির্বাচনে বালিয়া ইউনিয়নে ধানের শীষের প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য বোরহান তালুকদারকেই বিবেচনায় রাখছেন তারা।সেই সূত্র মতে এটা নিশ্চিত করেই বলা যায় যে মনোনয়ন দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন তিনি এবং বালিয়া ইউপি নির্বাচনে হাইকমান্ডের সুনজরে আছেন বোরহান উদ্দিন তালুকদার।