শুভ চক্রবর্ত্তী, নবীনগর( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুরে নতুনত্বের ছোয়ায় স্কুল কলেজ পড়ুয়া ছাত্রদের মানসম্পন্ন কম্পিউটার শিক্ষার উদ্দেশে ও সুযোগ্য শিক্ষকদের পরিচালনায় ২৭শে মার্চ বিকেলে হেকিম টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে শুভ উদ্বোধন হল আল-মদিনা কম্পিউটার ইনস্টিটিউট।
উক্ত অনুষ্ঠানে আল-মদিনা কম্পিউটার ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুব আলম সিয়ামের সভাপতিত্বে ও নূরনগর আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম বিল্লালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীন সরকার আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু কৃষ্ণকান্ত দেবনাথ, অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন ডাক্তার হোসেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক আশরাফ হোসেন আকসির, নূরনগর আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আল আমিন সরকার, সুর সম্রাট আলাউদ্দিন খা ডিগ্রী কলেজের প্রভাষক গাজী আব্দুর রহিম, আওয়ামীলীগ নেতা মাওলানা মাইনুদ্দিন মেম্বার,বিশিষ্ট সমাজ সেবক আব্দুল ওয়াছেক সর্দার, শামসুর রহমান লিটন,মিরপুর শিশু কিশোর মডেল একাডেমীর প্রধান শিক্ষক রুমন সরকার সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
অতিথিগণ তাদের বক্তব্যে উক্ত প্রতিষ্ঠানে মানসম্পন্ন ও সুষ্ঠু প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান ।
পরিচালক মাহবুব আলম সিয়াম বলেন আল মদিনা কম্পিউটার ইন্সটিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ওয়াল্ড আইটি ফাউন্ডেশন থেকে সার্টিফিকেট প্রাপ্ত প্রতিষ্ঠান। এখানে ৩ মাস ও ৬ মাস মেয়াদী সার্টিফিকেট ইন কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স, ৩মাস ও ৬মাস মেয়াদী সার্টিফিকেট ইন ডাটাবেজ প্রোগ্রামিং কোর্স, গ্রাফিক্স ডিজাইন, আউটসোর্সিং সহ রয়েছে কম্পিউটার এর নানা রকম প্রোগ্রাম শেখার জন্য সুদক্ষ শিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণের সুব্যবস্থা।