আব্বাস আলী
ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর অফিসার্স ফোরামের উদ্যোগে মহেশপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহেশপুর পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম, পৌর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাফ্ফার হোসেন, মহেশপুর পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার, ফতেপুর শামছুদ্দীন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, কৃঞ্চপুর দাখিল মাদ্রাসার সুপার আবুল হাশেম, অফিসার্স ফোরামের নির্বাহী সদস্য প্রভাষক রফিকুল ইসলাম, সুন্দরপুর হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইছাহক আলী, মহেশপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাইরুল আলম, শুকুর আলী, ইয়াকুব আলী, মহেশপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম এনামুল হক দুলু প্রমুখ। উল্লেখ্য, উপজেলার ৪৮টি মাধ্যমিক বিদ্যালয়, ২৫টি মাদ্রাসা ও ১০টি কলেজের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ৫শ টি শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়। কম্বল বিতরনের পূর্বে অফিসার্স ফোরামের সহ সভাপতি আসাদুল ইসলাম,সাধারন সম্পাদক আবুল বাশার, সাংগাঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, অর্থ সম্পাদক তারিকুল ও খালিদ সাইফুল ঢাকা থেকে ভার্চুয়াসের মাধ্যমে অংশগ্রহন করেন।