মাগুরা প্রতিনিধি:
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাগুরা থানা পুলিশ ঢাকা রোড এলাকায় পরিবহনের একটি গাড়িতে তল্লাশি চালায়। ভারতের সীমান্তবর্তি ঝিনাইদহের মহেশপুরগামী ওই পরিবহনে মালিক বিহিন ৪টি বস্তাবন্ধি অবস্থায় কচ্ছপগুলো পাওয়া যায়।। তবে এই কচ্ছপের মালিক বা বাহক কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বাস থেকে নামার সময় এক যাত্রী তাঁর নিজের একটি ব্যাগ খুঁজে পাচ্ছিলেন না। ব্যাগটির সন্ধান পেতে তিনি পুলিশের শরণাপন্ন হন। পুলিশ এসে বাসটিতে তল্লাশি শুরু করলে লাগেজ বক্সে চারটি বস্তা পাওয়া যায়। এই চার বস্তা থেকে ২০০টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তারেক আল মেহেদী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে খুলনা বিভাগীয় বন ও প্রাণি সম্পদ বিভাগে খবর দেয়া হয়েছে।এ বিষয়ে সদর থানায় একটি সাধারণ ডায়রি করে কচ্ছপগুলো স্থানীয় সিরিজদিয়া বাওড়ে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে ।