তিমির বনিক, শ্রীমংগল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ৬ নং আশিদ্রোন ইউনিয়নে পূর্ব লাহারপুর (ভুজপুর) উত্তর পাড়া গ্রামে জামে মসজিদ সংলগ্ন মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে কবি কাজী নজরুল ইসলাম যুব সংঘের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১ইং আজ রোজ মংগলবার (১২ জানুয়ারী) রাত ৯ঘটিকা হতে শুরু হওয়া ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় রাত ১০ঘটিকা পর্যন্ত।ফাইনাল খেলায় মনা সাথী(দুবাই প্রবাসী) বনাম সাতগাঁও লাহারপুরের ইয়েমিন সাথী অংশ নেয়।খেলা চুড়ান্ত ফলাফল মনা সাথী জয়ী। এসময় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। আরো উপস্থিত ছিলেন আশিদ্রোন ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল্লাহ আল হেলাল, সদ্য নির্বাচিত শ্রীমংগল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেনসহ ছাত্রলীগ সভাপতি ওযুবলীগ নেতৃবৃন্দ সহ এলাকার বয়জেষ্ট মুরব্বিগন। প্রধান অথিতি উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেম সাগর হাজরা বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন ৩২ইঞ্চি LED টেলিভিশন।