শেখ মো.সোহেল রানা মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃআজ মুন্সীগঞ্জ জেলায় গজারিয়া ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ সনদ হস্তান্তর অনুষ্ঠান।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা বাস্তবায়ন লক্ষে এই যে “মুজিববর্ষে বাংলাদেশের একজন গৃহহীন থাকবে না”। প্রধান অতিথি উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, এমপি মহোদয় মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ প্রদানের সনদ হস্তান্তর করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো.মনিরুজ্জামান তালুকদার মুন্সীগঞ্জ জেলা প্রশাসক, আব্দুল মোমেন পিপিএম পুলিশ সুপার,মুন্সীগঞ্জ জেলা।আরোও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক এবং মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। গজারিয়া আওয়ামী লীগ ,যুবলীগ,ছাত্রলীগ নেতা কর্মী প্রমুখ।