কাকনসরকার ঃশেরপুর জেলা প্রতিনিধি : রক্তসৈনিক বাংলাদেশ এর উদ্যোগে রক্তসৈনিক শেরপুর জেলা শাখার সহযোগীতায় ২ শতাধিক গরীব অসহায় শীতার্তের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণের লক্ষ্যে ৯ ই জানুয়ারি শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শেরপুর শহরের ফিরোজা মর্তুজা হাসপাতালের সন্মুখে প্রথমধাপে প্রায় অর্ধশতাধিক শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।
রক্তসৈনিক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আল-আমিন রাজুর সঞ্চালনায় এ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রক্তসৈনিক বাংলাদেশ এর সভাপতি জনাব রাজিয়া সামাদ ডালিয়া ও বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে জনাব ডাঃ ফয়জুল আলম কার্যকরী সদস্য রক্তসৈনিক বাংলাদেশ, জনাব বিনয় সাহা সভাপতি রোটারি ক্লাব শেরপুর, যুবলীগ নেতা মাহমুদুল হাসান বাবু, রক্তসৈনিক শেরপুর এর সভাপতি মেহেদী হাসান শামীম, সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম পাপ্পু ও জাহিদুল খান সৌরভ, সহ সভাপতি বিপ্লব হোসেন বাপ্পি, আব্দুল আলিম ও হুসাইন ইবনুল, সাধারণ সম্পাদক অন্তিপ অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম রেদুয়ান রাতুল, সাংগঠনিক সম্পাদক কারিমুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক তানভীর মাহতাব ও রবিউল আওয়াল সানি, সহকারী চিকিৎসা বিষয়ক সম্পাদক আশিক মুন্না সাগর, পাঠাগার বিষয়ক সম্পাদক শোয়াইব রহমান, রক্তসৈনিক নকলা’র কার্যকরী সভাপতি আব্দুল্লাহ আল আমিন,কার্যকরী সদস্য রাকিবুর রহমান সদস্য জাসিরুল ইসলাম সহ অন্যান্য কতিপয় সদস্য ও শুভাকাঙ্খীগণ উপস্হিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে রক্তসৈনিক সংগঠনের রক্তদান সহ গরীব অসহায় মানুষদের শীতের কষ্টের কথা চিন্তা করে শীতনিবারণের মতো সময়োপযোগী উদ্যোগ নেয়ায় সংগঠনটির দায়িত্বশীলদের প্রশংসা করার পাশাপাশি বলেন,যে সকল শীতার্তরা শীত নিবারনের জন্য এখনও কম্বল বা শীতবস্ত্র পায়নি তাদের মাঝে দ্রুত সময়ের মধ্যে রক্তসৈনিক এর উদ্যোগে সাধ্যানুযায়ী কম্বল বা শীতবস্ত্র বিতরণ করা হবে। শেরপুরের কোন মানুষ যেমন অনাহারি থাকেন না, তেমনি কোন অসহায়-দরিদ্র মানুষ শীতার্ত থাকবেনা বলে অনেকে জানান।