আব্দুস সামাদ বাচ্চু আশাশুনি সংবাদদাতাঃ আশাশুনিতে পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে অবহিত করণ সভায় সভাপতিত্ব
করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। সভায় স্বাগত বক্তব্য রাখেন উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক শেখ ইয়াকুব আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনজিএফ এর নির্বাহী পরিচালক আলমগীর রব, প্রকল্পের
সমন্বয়কারী মিজানুর রহমান, কৃষি অফিসার রাজিবুল হাসান, পরিবার পরিকল্পনা অফিসার জাহাঙ্গীর হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম আজিজুল হক, মহিলা বিষয়ক
অফিসার সাইদুর রহমান, প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক, রিপোর্টাস ক্লাব সেক্রেটারী আব্দুস সামাদ বাচ্চু, উন্নয়নের সমন্বয়কারী তারিকুল রহমান,প্রকল্পের টেকনিক্যাল অফিসার রাজিয়া সুলতানা, প্রমুখ। মাল্টি মিডিয়ার মাধ্যমে প্রকল্প অবহিত করেন প্রকল্প অফিসার হুমায়ন কবির। প্রকল্পভুক্ত অতি দরিদ্র সদস্যদের টেকসই জীবিকায়ন, পুষ্টি এবং কমিউনিটি মোবিলাইজেশন কম্পোনেন্ট সমূহ বাস্তবায়ন করবে।
