মিরু হাসান বাপ্পী.আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি:
আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সান্তাহারে অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার রাতে সান্তাহার রেলওয়ে থানাধীন কাহালু স্টেশন এলাকায় কলেজ ট্রেনে কাটা পরে এ ঘটনাটি ঘটে। মঙ্গলবার সকালে রেলওয়ে থানার একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আরো পড়ুন
সান্তাহারে আবাসিক হোটেলে আপত্তিকর অবস্থায় ৮ নারী পুরুষ গ্রেফতার
জানা যায়, কাহালু স্টেশনের পূর্ব পার্শ্বে রেললাইনের উপর দিয়ে ওই অজ্ঞাত ব্যক্তি পার হওয়ার সময় সান্তাহার থেকে বোনারপাড়া গামী কলেজ ট্রেনটি আসায় কাটা পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শহীদ জীয়া মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেন। এ রির্পোট লেখা পর্যন্ত তার পরিচয় এখনো পাওয়া যায়নি।
সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।