মোঃএমরান আলী রানা নিজস্ব প্রতিবেদক :
নাটোরের সিংড়ায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক
অধ্যাপক শীতল কুমার সরকারের সভাপতিত্বে জেলা পরিষদ সদস্য মানসী ভট্রাচার্জ এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মো: জান্নাতুল ফেরদৌস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা কমিটির সভাপতি চিত্ররন্জন দাস, সাধারন সম্পাদক খগেন্দ্র নাথ রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, পুজা উদযাপন কমিটির সভাপতি গোপাল বিহারী দাস, সাধারন সম্পাদক চাঁদ মোহন হালদার প্রমূখ।
সম্মেলন শেষে অধ্যাপক শীতল কুমার কে সভাপতি, মানসী ভট্রাচার্জ কে সাধারন সম্পাদক, পংকজ কুমার কে ১ নং যুগ্ন সম্পাদক, রবিন কুন্ডু কে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি চুরান্ত হয়। পরে রুপ কুমার কে সভাপতি ও স্বপন কুমারকে সাধারন সম্পাদক করে ছাত্র ঐক্য পরিষদ গঠন করা হয়।