পাবনা প্রতিনিধি :
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু পল্লীতে হামলা ভাঙচুরের প্রতিবাদে পাবনার চাটমোহরে আজ সোমবার (২২ মার্চ) সকাল ১১টায় পৌরসদরের দোলাবেদিতলা মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
চাটমোহর উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের কর্মসূচির আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, হিন্দু পল্লীতে যে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তী ও আইনের আওতায় এনে হিন্দু ধর্মাবলম্বীদের শান্তিপূর্ন বসবাসের পরিবেশ তৈরীর দাবি জানান।
এ সময় বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুল হামিদ মাস্টার, কেন্দ্রীয় আ’লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য, সহ সভাপতি জয়দেব কুন্ডু (গনো), সাংগঠনিক সম্পাদক রাজিব কুমার বিশ্বাস রাজু, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শম্ভুনাথ কুন্ডু, সাধারণ সম্পাদক তরুণ পাল, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল পত্রিকার সম্পাদক হেলালুর রহমান জুয়েল, বাংলার গায়েন রাসেল মৃধা, চাটমোহর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শেখ জিয়ারুল হক সিন্টু, উপজেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল মমিন, চাটমোহর পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।